নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারসহ কয়েকটি দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ কর্মসূচি থেকে দেশে ভারতের দালালদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা। পদযাত্রায় ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এমন স্লোগান দিতে দেখা যায়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে শাহবাগ, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের অন্য দাবির মধ্যে রয়েছে ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের’ সাজা নিশ্চিত করা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।
পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। নেতাকর্মীদের হাতে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’; ‘সে নো টু মবোক্রেসি’; ‘স্টপ মব জাস্টিস’; ‘ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস’; ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
পদযাত্রায় ছাত্রদলের এক নেত্রী বলেন, যত ধরনের নৈরাজ্য সন্ত্রাসবাদ দুর্নীতি ও চাঁদাবাজি আছে ওইগুলোই ছাত্রলীগের কাজ। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আমরা ওদের সব অন্যায় ও নিপীড়নের প্রতিবাদে আজ আমাদের কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের আরও এক নেতা বলেন, ছাত্রলীগ মানেই একটা সন্ত্রাসী সংগঠন। তারা নিষিদ্ধ সংগঠন। শুধু ছাত্রদল নয়, সারা বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে। সন্ত্রাসী সংগঠনের জায়গা বাংলাদেশে কখনোই হবে না।
খুলনা গেজেট/এনএম
The post ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ছাত্রদলের স্লোগান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.