ছুরিকাঘাতের ঘটনায় মুম্বাই পুলিশ খান পরিবারের সবার বয়ান নিচ্ছে। কারিনা কাপুর থেকে শুরু করে বাদ যায়নি কনিষ্ঠ পুত্র জেহ’র আয়া এলিয়ামা ফিলিপও। চমকপ্রদ তথ্য হলো, এই আয়ার কাছ থেকেই বড় তথ্য মিলেছে তদন্ত কর্মকর্তাদের হাতে।
ফিলিপকে জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আয়ার কথা থেকে প্রায় পরিষ্কার, ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বান্দ্রার বাড়িতে হানা দিয়েছিলেন আক্রমণকারী।
জিজ্ঞাসাবাদে… বিস্তারিত