দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া জীবাশ্মের হারিয়ে যাওয়া চিত্র আবিষ্কার করে নতুন এক দৈত্যাকার ডাইনোসর প্রজাতির সন্ধান পেয়েছেন গবেষকরা। নতুন প্রজাতির এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে ‘টেমেরির্যাপ্টর মার্কগ্রাফি’।
গবেষকরা দাবি করছেন, এসব ডাইনোসর ৯৫ মিলিয়ন বছর আগে মিশর অঞ্চলে ঘুরে বেড়াত। এরা ৩৩ ফুট (১০ মিটার) লম্বা। গ্রহে ঘুরে বেড়ানো বৃহত্তম স্থল মাংসাশী প্রাণীগুলোর মধ্যে একটি ছিল এই… বিস্তারিত