5:13 am, Sunday, 19 January 2025

ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক‌্য ধরে রাখ‌তে হবে: সে‌লিমা রহমান

হিজলা প্রতিনিধি:

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ও সাবেক মন্ত্রী বেগম সে‌লিমা রহমান বলেছেন, আপনারা আজ শা‌ন্তিতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। কিন্তু এত‌দিন কথা বললেই আপনাদের সন্তানদের জেলে ভরে রাখা হয়ে‌ছে, মা বোনদের ওপর নির্যাতন করা হয়েছে । গুম খুনসহ এমন কোন অত‌্যাচার নেই, যা গত ১৫ বছর আপনাদের ভোগ করতে হয়েছে। 

তি‌নি বলেন, যারা পা‌লিয়ে গেছে তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে-দেশ, দেশের মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএন‌পির বিরুদ্ধে। কিন্তু তা আমরা হতে দেব না। 

শ‌নিবার (১৮ জানুয়া‌রি) বিকেলে হিজলা উপজেলা প‌রিষদ মাঠে উপজেলা বিএন‌পি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএন‌পি ঘো‌ষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ কথা বলেন তি‌নি। 

তি‌নি আরও বলেন, আজ আমাদের জাতীয় ঐক‌্য ধরে রাখতে হবে। কারণ এখন ষড়যন্ত্র চলছে যাতে ঐক‌্য ভেঙে যায়। নির্বাচন না হয়, আবার যেন আওয়ামী লী‌গের পুনর্বাসন হয়। স্বৈরশাস‌ক আর যেন ফিরে না আসে সে‌দিকে সবাইকে খেয়াল রাখতে হ‌বে। 

তি‌নি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার মধ্যে সংস্কারসহ সব‌কিছুর কথা বলা হয়েছে। অনেক সংস্কারের প্রয়োজন আছে তবে নির্বাচনের জন‌্য যা কিছুর সংস্কার প্রয়োজন সেগু‌লো বর্তমান সরকার ইচ্ছে করলেই করতে পারে। আর নির্বাচনের মাধ‌্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসা দলই হবে আসল, তারা জনগণের জন‌্য কাজ ক‌রবে। 

তি‌নি বলেন, আমাদের নেতাকর্মীদের ৩১ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের বোঝাতে হবে। সবাইকে নি‌য়ে জাতীয় ঐক‌্য গড়ে তু‌লতে হবে। 

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল ও উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিপন এর সঞ্চালনায় জনসভায় সভাপ‌তিত্ব করেন উপজেলা বিএন‌পির আহ্বায়ক আলহাজ্ব আবাদুল গাফ্ফার তালুকদার। 

জনসভায় প্রধান বক্তার বক্তব‌্য রাখেন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক বীর মু‌ক্তিযোদ্ধা দেওয়ান মো. শ‌হিদউল্লাহ। তি‌নি তার বক্তব্যে বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মধ‌্য দিয়ে গণতা‌ন্ত্রিক সরকার রাষ্ট্র সংস্কারের কাজ সম্পাদন করবে। 

এ সময় তি‌নি লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক‌্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

জনসভায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, শেখ হা‌সিনার প্রেতাত্মাদের বয়কট করুন, তারা আমাদের দলের কেউ নয়। সে সঙ্গে চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে সবাইকে। 

তি‌নি বলেন, হিজলা মেহে‌ন্দিগঞ্জের মানুষ নদী ভাঙন কব‌লিত এলাকার মানুষ। তাই  ভূমি রক্ষায় এ অঞ্চলে অবৈধ ড্রেজিং ব‌ন্ধ করতে হবে, এজন‌্য সবাইকে যেমন সোচ্চার হতে হবে তেম‌নি নিজের রেকর্ডীয় ভূমি নিজের দখলে রাখতে হবে। মনে রাখবেন চর কারো বাপের নয়, তাই চর দখল করে খাওয়া চলবে না, রেকর্ডধারীরা প্রতিবাদ করবেন, প্রয়োজনে সংবাদ সম্মেলন করুন, আইনের আশ্রয় নিন, আমি আপনাদের সঙ্গে আছি। 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য এবায়েদুল হক চাঁন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মো. মিজানুর রহমান খাঁন মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপ‌তি আবদুল খালেক হাওলাদার, সুইডেন বিএন‌পির সভাপ‌তি আবুল হাচান খান বাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠ‌নিক সম্পাদক দেওয়ান অ‌লিউদ্দিন সুমন, ব‌্যা‌রিস্টার ম‌নিরুজ্জামান আসাদ,  হিজলা উপজেলা বিএন‌পির সাবেক সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক অ‌্যাডভোকেট নুরুল আলম রাজু, যুগ্ম আহ্বায়ক বেল্লাল জমাদ্দার, ব‌রিশাল উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক নলী মো. জামাল হোসেন, মেহে‌ন্দিগঞ্জ পৌর বিএন‌পির সাবেক সভাপ‌তি জিয়াউদ্দিন সুজন, ঢাকা মহানগর দ‌ক্ষিণ যুবদলের সাবেক সদস‌্য কাজী জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপ‌তি মো. হুম‌ায়ুন ক‌বির ও মেহে‌ন্দিগঞ্জ উপজেলা বিএন‌পির সাবেক সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলাম লাবু।

The post ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক‌্য ধরে রাখ‌তে হবে: সে‌লিমা রহমান appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক‌্য ধরে রাখ‌তে হবে: সে‌লিমা রহমান

Update Time : 10:08:59 pm, Saturday, 18 January 2025

হিজলা প্রতিনিধি:

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ও সাবেক মন্ত্রী বেগম সে‌লিমা রহমান বলেছেন, আপনারা আজ শা‌ন্তিতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। কিন্তু এত‌দিন কথা বললেই আপনাদের সন্তানদের জেলে ভরে রাখা হয়ে‌ছে, মা বোনদের ওপর নির্যাতন করা হয়েছে । গুম খুনসহ এমন কোন অত‌্যাচার নেই, যা গত ১৫ বছর আপনাদের ভোগ করতে হয়েছে। 

তি‌নি বলেন, যারা পা‌লিয়ে গেছে তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে-দেশ, দেশের মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএন‌পির বিরুদ্ধে। কিন্তু তা আমরা হতে দেব না। 

শ‌নিবার (১৮ জানুয়া‌রি) বিকেলে হিজলা উপজেলা প‌রিষদ মাঠে উপজেলা বিএন‌পি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএন‌পি ঘো‌ষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ কথা বলেন তি‌নি। 

তি‌নি আরও বলেন, আজ আমাদের জাতীয় ঐক‌্য ধরে রাখতে হবে। কারণ এখন ষড়যন্ত্র চলছে যাতে ঐক‌্য ভেঙে যায়। নির্বাচন না হয়, আবার যেন আওয়ামী লী‌গের পুনর্বাসন হয়। স্বৈরশাস‌ক আর যেন ফিরে না আসে সে‌দিকে সবাইকে খেয়াল রাখতে হ‌বে। 

তি‌নি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার মধ্যে সংস্কারসহ সব‌কিছুর কথা বলা হয়েছে। অনেক সংস্কারের প্রয়োজন আছে তবে নির্বাচনের জন‌্য যা কিছুর সংস্কার প্রয়োজন সেগু‌লো বর্তমান সরকার ইচ্ছে করলেই করতে পারে। আর নির্বাচনের মাধ‌্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসা দলই হবে আসল, তারা জনগণের জন‌্য কাজ ক‌রবে। 

তি‌নি বলেন, আমাদের নেতাকর্মীদের ৩১ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের বোঝাতে হবে। সবাইকে নি‌য়ে জাতীয় ঐক‌্য গড়ে তু‌লতে হবে। 

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল ও উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিপন এর সঞ্চালনায় জনসভায় সভাপ‌তিত্ব করেন উপজেলা বিএন‌পির আহ্বায়ক আলহাজ্ব আবাদুল গাফ্ফার তালুকদার। 

জনসভায় প্রধান বক্তার বক্তব‌্য রাখেন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক বীর মু‌ক্তিযোদ্ধা দেওয়ান মো. শ‌হিদউল্লাহ। তি‌নি তার বক্তব্যে বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মধ‌্য দিয়ে গণতা‌ন্ত্রিক সরকার রাষ্ট্র সংস্কারের কাজ সম্পাদন করবে। 

এ সময় তি‌নি লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক‌্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

জনসভায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, শেখ হা‌সিনার প্রেতাত্মাদের বয়কট করুন, তারা আমাদের দলের কেউ নয়। সে সঙ্গে চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে সবাইকে। 

তি‌নি বলেন, হিজলা মেহে‌ন্দিগঞ্জের মানুষ নদী ভাঙন কব‌লিত এলাকার মানুষ। তাই  ভূমি রক্ষায় এ অঞ্চলে অবৈধ ড্রেজিং ব‌ন্ধ করতে হবে, এজন‌্য সবাইকে যেমন সোচ্চার হতে হবে তেম‌নি নিজের রেকর্ডীয় ভূমি নিজের দখলে রাখতে হবে। মনে রাখবেন চর কারো বাপের নয়, তাই চর দখল করে খাওয়া চলবে না, রেকর্ডধারীরা প্রতিবাদ করবেন, প্রয়োজনে সংবাদ সম্মেলন করুন, আইনের আশ্রয় নিন, আমি আপনাদের সঙ্গে আছি। 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য এবায়েদুল হক চাঁন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মো. মিজানুর রহমান খাঁন মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপ‌তি আবদুল খালেক হাওলাদার, সুইডেন বিএন‌পির সভাপ‌তি আবুল হাচান খান বাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠ‌নিক সম্পাদক দেওয়ান অ‌লিউদ্দিন সুমন, ব‌্যা‌রিস্টার ম‌নিরুজ্জামান আসাদ,  হিজলা উপজেলা বিএন‌পির সাবেক সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক অ‌্যাডভোকেট নুরুল আলম রাজু, যুগ্ম আহ্বায়ক বেল্লাল জমাদ্দার, ব‌রিশাল উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক নলী মো. জামাল হোসেন, মেহে‌ন্দিগঞ্জ পৌর বিএন‌পির সাবেক সভাপ‌তি জিয়াউদ্দিন সুজন, ঢাকা মহানগর দ‌ক্ষিণ যুবদলের সাবেক সদস‌্য কাজী জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপ‌তি মো. হুম‌ায়ুন ক‌বির ও মেহে‌ন্দিগঞ্জ উপজেলা বিএন‌পির সাবেক সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলাম লাবু।

The post ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক‌্য ধরে রাখ‌তে হবে: সে‌লিমা রহমান appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.