5:18 am, Sunday, 19 January 2025

মোহামেডানের সঙ্গে ব্যবধান কমালো আবাহনী

আগের দিন ব্রাদার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো উঁচুতে নিয়েছে মোহামেডান। ওই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে সাদা-কালোদের ব্যবধান দাঁড়িয়েছিল ৮ পয়েন্টে। আবাহনী সেই ব্যবধান কমিয়ে এনেছে রহমতগঞ্জকে হারিয়ে।

শনিবার মুন্সিগঞ্জে মুখোমুখি হয়েছিল টেবিলের দুই ও তিনে থাকা দুই দল আবাহনী-রহমতগঞ্জ। পুরনো ঢাকার দলটি জিতলে টপকে যেতো আবাহনীকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন দলটি সে সুযোগ দেয়নি। ১-০ গোলে জিতে টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি মোহামেডানের সাথে আগের মতোই ৫-এ নামিয়ে এনেছে।

হাড্ডাহাড্ডি লাড়াই হয়েছে আবাহনী ও রহমতগঞ্জের। ৬৭ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। শাকিল ৬৮ মিনিটে গোল করে আবাহনীকে লিড এনে দেন এবং সেই লিড ধরে রেখেই মাঠ ছাড়ে মারুফুল হকের দল। শেষ দিকে আবাহনীর সীমানায় চাপ সৃষ্টি করেছিল রহমতগঞ্জ। তবে গোল আদায় করতে পারেনি।

আবাহনী ব্যবধান দ্বিগুণের সুযোগও পেয়েছিল। ৭০ মিনিটে মাহদি ইউসুফ খান বাম দিক দিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন রহমতগঞ্জের তাজউদ্দিন। তবে পেনাল্টি পেয়েও আবাহনী ব্যবধান বাড়াতে পারেনি। মোহাম্মদ ইব্রাহিমের নেওয়া পেনাল্টি শট বাইরে চলে গেলে আবাহনী মাঠ ছাড়ে ১-০ ব্যবধানের জয় নিয়ে।

৮ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৯। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৫। সন্ধ্যায় ফর্টিসের বিপক্ষে কিংস জিতলে রহমতগঞ্জকে নেমে যেতে হবে টেবিলের চতুর্থ স্থানে।
লিগের প্রথম পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে আবাহনীকে আরো একটি শক্ত বাধা টপকাতে হবে। শেষ ম্যাচ তাদের ব্রাদার্সের বিপক্ষে। চারে থাকা ব্রাদার্স শেষ ম্যাচ জিতলে টেবিলে ভালো একটা অবস্থানে থেকে দ্বিতীয় পর্ব শুরু করতে পারবে কমলা জার্সিধারীরা।

The post মোহামেডানের সঙ্গে ব্যবধান কমালো আবাহনী appeared first on Bangladesher Khela.

Tag :

মোহামেডানের সঙ্গে ব্যবধান কমালো আবাহনী

Update Time : 11:08:23 pm, Saturday, 18 January 2025

আগের দিন ব্রাদার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো উঁচুতে নিয়েছে মোহামেডান। ওই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে সাদা-কালোদের ব্যবধান দাঁড়িয়েছিল ৮ পয়েন্টে। আবাহনী সেই ব্যবধান কমিয়ে এনেছে রহমতগঞ্জকে হারিয়ে।

শনিবার মুন্সিগঞ্জে মুখোমুখি হয়েছিল টেবিলের দুই ও তিনে থাকা দুই দল আবাহনী-রহমতগঞ্জ। পুরনো ঢাকার দলটি জিতলে টপকে যেতো আবাহনীকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন দলটি সে সুযোগ দেয়নি। ১-০ গোলে জিতে টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি মোহামেডানের সাথে আগের মতোই ৫-এ নামিয়ে এনেছে।

হাড্ডাহাড্ডি লাড়াই হয়েছে আবাহনী ও রহমতগঞ্জের। ৬৭ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। শাকিল ৬৮ মিনিটে গোল করে আবাহনীকে লিড এনে দেন এবং সেই লিড ধরে রেখেই মাঠ ছাড়ে মারুফুল হকের দল। শেষ দিকে আবাহনীর সীমানায় চাপ সৃষ্টি করেছিল রহমতগঞ্জ। তবে গোল আদায় করতে পারেনি।

আবাহনী ব্যবধান দ্বিগুণের সুযোগও পেয়েছিল। ৭০ মিনিটে মাহদি ইউসুফ খান বাম দিক দিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন রহমতগঞ্জের তাজউদ্দিন। তবে পেনাল্টি পেয়েও আবাহনী ব্যবধান বাড়াতে পারেনি। মোহাম্মদ ইব্রাহিমের নেওয়া পেনাল্টি শট বাইরে চলে গেলে আবাহনী মাঠ ছাড়ে ১-০ ব্যবধানের জয় নিয়ে।

৮ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৯। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৫। সন্ধ্যায় ফর্টিসের বিপক্ষে কিংস জিতলে রহমতগঞ্জকে নেমে যেতে হবে টেবিলের চতুর্থ স্থানে।
লিগের প্রথম পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে আবাহনীকে আরো একটি শক্ত বাধা টপকাতে হবে। শেষ ম্যাচ তাদের ব্রাদার্সের বিপক্ষে। চারে থাকা ব্রাদার্স শেষ ম্যাচ জিতলে টেবিলে ভালো একটা অবস্থানে থেকে দ্বিতীয় পর্ব শুরু করতে পারবে কমলা জার্সিধারীরা।

The post মোহামেডানের সঙ্গে ব্যবধান কমালো আবাহনী appeared first on Bangladesher Khela.