12:59 pm, Sunday, 19 January 2025

নর্থ বেঙ্গল সুগার মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে বিকট শব্দে টারবাইন বিস্ফোরণ হয়েছে।

শনিবার ভোরে মিলের কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। নর্থ বেঙ্গল সুগার মিল প্রশাসন সূত্রে জানা যায়, মিল চালু থাকা অবস্থায় গতকাল ভোররাত আনুমানিক তিনটার দিকে বিকট শব্দে মিলের কারখানার টারবাইনে বিস্ফোরণ হয়।

এতে টারবাইনের বিভিন্ন অংশ ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়। মুহূর্তেই মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। মিলের ভেতরে ও বাইরের সব আখ ক্রয়কেন্দ্রে আখ ক্রয় বন্ধ করে দেয়া হয়। আকস্মিকভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় আখ পরিবহনকারীরা চরম বিপাকে পড়েছেন।

খবর পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক ও প্রধান রসায়নবিদ আনিসুল আজমসহ একটি বিশেষজ্ঞ কারিগরি দল ঢাকা থেকে মিলটিতে ছুটে আসেন। তাদের দিকনির্দেশনায় প্রকৌশলীরা টারবাইনটি মেরামতের কাজ শুরু করেছেন।

তবে এ কাজ সম্পন্ন করতে বেশ সময় লাগবে বলে তারা জানিয়েছেন। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খবির উদ্দিন মোল্যা বলেন, টারবাইন বিস্ফোরণের কারণে মিলের আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে।

মেরামত কাজ চলছে। তবে মেরামত শেষ হতে বেশ সময় লাগবে। তাই বিকল্প উপায়ে আখমাড়াই শুরু করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

The post নর্থ বেঙ্গল সুগার মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ appeared first on সোনালী সংবাদ.

Tag :

নর্থ বেঙ্গল সুগার মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ

Update Time : 11:09:44 pm, Saturday, 18 January 2025

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে বিকট শব্দে টারবাইন বিস্ফোরণ হয়েছে।

শনিবার ভোরে মিলের কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। নর্থ বেঙ্গল সুগার মিল প্রশাসন সূত্রে জানা যায়, মিল চালু থাকা অবস্থায় গতকাল ভোররাত আনুমানিক তিনটার দিকে বিকট শব্দে মিলের কারখানার টারবাইনে বিস্ফোরণ হয়।

এতে টারবাইনের বিভিন্ন অংশ ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়। মুহূর্তেই মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। মিলের ভেতরে ও বাইরের সব আখ ক্রয়কেন্দ্রে আখ ক্রয় বন্ধ করে দেয়া হয়। আকস্মিকভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় আখ পরিবহনকারীরা চরম বিপাকে পড়েছেন।

খবর পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক ও প্রধান রসায়নবিদ আনিসুল আজমসহ একটি বিশেষজ্ঞ কারিগরি দল ঢাকা থেকে মিলটিতে ছুটে আসেন। তাদের দিকনির্দেশনায় প্রকৌশলীরা টারবাইনটি মেরামতের কাজ শুরু করেছেন।

তবে এ কাজ সম্পন্ন করতে বেশ সময় লাগবে বলে তারা জানিয়েছেন। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খবির উদ্দিন মোল্যা বলেন, টারবাইন বিস্ফোরণের কারণে মিলের আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে।

মেরামত কাজ চলছে। তবে মেরামত শেষ হতে বেশ সময় লাগবে। তাই বিকল্প উপায়ে আখমাড়াই শুরু করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

The post নর্থ বেঙ্গল সুগার মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ appeared first on সোনালী সংবাদ.