খুলনার ফুলতলা উপজেলায় পিঠা উৎসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’ছাত্রকে ছুরিকাঘাত করেছে দু’যুবক। রোববার দুপুর ১২ টার দিকে ফুলতলা দামোদর ইউনিয়ন মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আহত দু’ছাত্রকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে পুলিশ এ ঘটনায় ছুরিসহ দু’যুবককে আটক করেছে।
আহত দু’ছাত্র হলেন, মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও দামোদর এলাকার জনৈক বুলবুলের ছেলে ইসান (১৫) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে তামিম (১৫)।
আটক হওয়া দু’যুবক হলেন, বাদল মিনা ও হাসিব শেখ।
এ বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জাম্মান খান খুলনা গেজেটকে বলেন, মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বহিরাগত বাদল মিনা ও হাসিব শেখের চালচলন ছাত্রদের সন্দেহভাজন হওয়ায় ছাত্ররা তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে তাদের কাছে থাকা ছুরি দিয়ে ইসান ও তামিমের ওপর হামলা চালায়। শিক্ষক ও ছাত্ররা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেয়। এদিকে হামলাকারী দু’যুবককে স্থানীয়রা ছুরিসহ আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম
The post তুচ্ছ ঘটনায় এমএম স্কুলের দু’ছাত্রকে ছুরিকাঘাত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024