‘ফুল নেয়া ভাল নয় মেয়ে, ফুল নিলে ফুল দিতে হয়, ফুলের মতন প্রাণ দিতে হয়’– লাইনগুলো পল্লীকবি জসীমউদ্দীনের ‘হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেয়া ভালো নয়’ কবিতার। এবার এই পংক্তিতে সুর বসেছে, তৈরি হয়েছে গান। কবিতার নামেই রাখা হয়েছে গানের শিরোনাম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী। কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীত… বিস্তারিত