চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএলের রোববারের (১৯ জানুয়ারি) ম্যাচে ফরচুন বরিশাল দুর্দান্ত পারফরম্যান্সে চিটাগাংকে ৬ উইকেটে হারিয়েছে। ডেভিড মালানের অপরাজিত ফিফটির ওপর ভর করে বরিশাল ১৯ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগাং কিংস শুরুতেই বিপদে পড়ে। পাওয়ার প্লেতে পাঁচ ব্যাটারকে হারিয়ে ৩০ রানের মধ্যেই ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। তবে আরাফাত সানি (২৭) এবং মোহাম্মদ মিঠুনের (৩৫) গুরুত্বপূর্ণ ইনিংসে কোনোমতে ১২১ রানের সম্মানজনক স্কোর গড়ে চিটাগাং। বরিশালের হয়ে ফাহিম আশরাফ এবং রিপন মন্ডল দুর্দান্ত বোলিং করেন। তারা দুজনেই সমান তিনটি করে উইকেট শিকার করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। চতুর্থ ওভারে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম ইকবাল (১৪ বলে ৮)। পাওয়ার প্লে শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২৮/২। এরপর তাওহিদ হৃদয় (১০ বলে ১১) এবং মুশফিকুর রহিম (১০ বলে ১১) দ্রুত বিদায় নেন।
ইনিংসটি সামাল দেয়ার দায়িত্ব নেন ডেভিড মালান। মাহমুদউল্লাহ রিয়াদও কিছুটা সময় ধরে খেললেও (১৬ রান) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৫৩ রানে চার উইকেট হারানোর পর মালানের সঙ্গে যোগ দেন মোহাম্মদ নবি। তাদের দায়িত্বশীল পারফরম্যান্সে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।
ডেভিড মালান ৪১ বলে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা ইনিংসটি খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নবি, যিনি ২১ বলে ২৬ রান করেন। তাদের দুজনের পার্টনারশিপে সহজ জয় পায় বরিশাল।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুই রইলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সমান ম্যাচে চিটাগাং তিন ও রাজশাহী চতুর্থ স্থানে অবস্থান করছে। টেবিলের শীর্ষে রয়েছে ৮ ম্যাচ জেতা রংপুর রাইডার্স।
স্কোরবোর্ড
চিটাগাং কিংস: ১২১/৮ (২০ ওভার) মোহাম্মদ মিঠুন ৩৫, আরাফাত সানি ২৭; ফাহিম আশরাফ ৩/২০, রিপন মন্ডল ৩/২৮।
ফরচুন বরিশাল: ১২৪/৪ (১৭.১ ওভার) ডেভিড মালান ৫৬*, মোহাম্মদ নবি ২৬*; শরিফুল ইসলাম ১/২৫।
ফল: বরিশাল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মালান।
The post রিপন-ফাহিমের পেস তোপের পর মালানের ফিফটিতে দুর্দান্ত জয় বরিশালের appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024