11:51 pm, Sunday, 19 January 2025

বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে: হেলাল

বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এমন একজন রাজনীতিবিদ-জনগণ তার কাছে আসার আগেই তিনি জনগণের কাছে চলে যেতেন। কেননা জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতি হল জাতীয় দায়িত্ব ও জাতীয় কর্তব্য। বিএনপি সংস্কার চায় না, এ কথা যারা বলেন তাদের ভুল ধারণা রয়েছে। কেননা বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। আর জিয়াউর রহমান সংস্কার করে বহু দলীয় গণতন্ত্র, সংবাদপত্রে স্বাধীনতা ও বাক স্বাধীনতা দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া বিএনপির সংস্কারের প্রস্তাব হিসেবে ৩১ দফা দিয়েছে। যা এই দেশের জনগণ ভালো করেই জানেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে “গণতন্ত্র, উন্নয়ন ও বাক স্বাধীনতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাঁর মতো সৎ, নির্ভীক, দেশপ্রেমিক নেতা দেশের ইতিহাসে সৃষ্টি হয়নি। ছয় বছর রাষ্ট্র পরিচালনার পর দেখা গেল, তাঁর একখণ্ড জমিও নেই। ব্যাংকে কোনো টাকা নেই। বাংলাদেশি জাতীয়তাবাদ নামে জাতিকে একটি রাজনৈতিক দর্শন উপহার দিয়েছেন জিয়া। তিনিই একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যাঁর কাছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার সাধারণ মানুষ যেতে পারত। যিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যান। জাতির মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাকে জাগিয়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন। তার শাসনকালে তিনি যে গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দেন, তা আজো কেউ অতিক্রম করতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের সর্বস্তরের মানুষের অন্তরে স্থায়ী আসন দখল করে আছেন।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আ রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এ্যাড. শেখ মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, মতলেবুর রহমান মিতুল, মোল্লা সোহাগ হোসেনসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ

The post বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে: হেলাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে: হেলাল

Update Time : 09:07:35 pm, Sunday, 19 January 2025

বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এমন একজন রাজনীতিবিদ-জনগণ তার কাছে আসার আগেই তিনি জনগণের কাছে চলে যেতেন। কেননা জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতি হল জাতীয় দায়িত্ব ও জাতীয় কর্তব্য। বিএনপি সংস্কার চায় না, এ কথা যারা বলেন তাদের ভুল ধারণা রয়েছে। কেননা বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। আর জিয়াউর রহমান সংস্কার করে বহু দলীয় গণতন্ত্র, সংবাদপত্রে স্বাধীনতা ও বাক স্বাধীনতা দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া বিএনপির সংস্কারের প্রস্তাব হিসেবে ৩১ দফা দিয়েছে। যা এই দেশের জনগণ ভালো করেই জানেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে “গণতন্ত্র, উন্নয়ন ও বাক স্বাধীনতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাঁর মতো সৎ, নির্ভীক, দেশপ্রেমিক নেতা দেশের ইতিহাসে সৃষ্টি হয়নি। ছয় বছর রাষ্ট্র পরিচালনার পর দেখা গেল, তাঁর একখণ্ড জমিও নেই। ব্যাংকে কোনো টাকা নেই। বাংলাদেশি জাতীয়তাবাদ নামে জাতিকে একটি রাজনৈতিক দর্শন উপহার দিয়েছেন জিয়া। তিনিই একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যাঁর কাছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার সাধারণ মানুষ যেতে পারত। যিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যান। জাতির মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাকে জাগিয়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন। তার শাসনকালে তিনি যে গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দেন, তা আজো কেউ অতিক্রম করতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের সর্বস্তরের মানুষের অন্তরে স্থায়ী আসন দখল করে আছেন।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আ রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এ্যাড. শেখ মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, মতলেবুর রহমান মিতুল, মোল্লা সোহাগ হোসেনসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ

The post বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে: হেলাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.