নরসিংদীতে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করা হয়ছে। লাশটি নিখোঁজ স্কুল ছাত্র অনয় চন্দ্র মোদকের (১৩) বলে দাবি করছে তার পরিবার। তবে পুলিশ বলছে, লাশ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ টেস্ট ছাড়া লাশের পরিচয় নিশ্চিত হওয়া সম্বব নয়।
অনয় বেলাবো উপজেলার মাটিয়াল পাঁড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাবো পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। চলতি মাসের ১৪ তারিখ সন্ধ্যায় অনয় চন্দ্র… বিস্তারিত