পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুবাহ্ তাবাসসুম নীবারসপ্তক বইটির সারাংশ তুলে ধরে বলেন, এক শ বছর আগের হিলির ভূত জেগে উঠেছে। কী সেই হিলির ভূত? কেনই-বা জেগে উঠছে? কী তার উদ্দেশ্য? কে বা কারা জড়িত? এ রকম অসংখ্য প্রশ্ন জাগতে বাধ্য পাঠকমনে। নীবারসপ্তক কৌশিক মজুমদার রচিত—সূর্যতামসীর দ্বিতীয় খণ্ড। ডিটেকটিভ উপন্যাস। শুধু গোয়েন্দা কাহিনি বললে ভুল হবে, বরং তৎকালীন ভারতীয় উপমহাদেশে ঘটে যাওয়া বেশ কিছু ইতিহাসের বর্ণনা বইটিকে সমৃদ্ধ এবং চাঞ্চল্যকর করেছে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024