অবৈধ পথে ভারতের গুজরাটে গিয়ে সেদেশের পুলিশের কাছে বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক হওয়ার দীর্ঘ ৭ বছর পর গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজাশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী রশিদ শেখ (৪০) ও স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন।
ফেরত আসা এই দম্পতিরা হলো যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ ও তার স্ত্রী ঝরনা খাতুন।
জানা যায়, দালালের মাধ্যমে ২০১৮ সালের ১৮ মার্চ মাসে স্বামী রশিদ শেখ ও স্ত্রী ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পত্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে
The post দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024