মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিলসহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়া, পরীক্ষা পদ্ধতি বাতিলসহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন।
মেডিকেলে কোনো মুক্তিযুদ্ধ কোটা শিক্ষার্থীরা চান না উল্লেখ করে বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এদিকে, পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা।
এদিকে, মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকুরিসহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান।
বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।
The post মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024