মাঘের শুরুতে উত্তরাঞ্চলে অব্যাহত আছে শীতের দাপট। আজ (সোমবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ০৯ দশমিক ৬ ডিগ্রি।
এদিকে আবারো শৈত্য প্রবাহের কবলে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত কয়েক দিন ধরে এ জেলার তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে, ফলে জনজীবন দুর্ভোগের কবলে পড়েছে। তীব্র শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র নেই। কেউ কেউ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এদিকে কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।
জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে আজ (সোমবার) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা বেড়ে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
The post দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ০৯ দশমিক ৬ ডিগ্রি appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024