সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের বাইরে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও সাত জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এ খবর জানিয়েছে।
সরকারের জরুরি পরিস্থিতি বিভাগের প্রধান লুকা কজভিচের বরাত দিয়ে আরটিএস জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার সময় ভবনে ৩০ জন লোক ছিলেন।
পরে আগুন দ্রুত নিভিয়ে যায়। আহতদের বেলগ্রেডের হাসপাতালে… বিস্তারিত