সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২১ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি মো. মানিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসীরা নগরীর ৫ নং ঘাট এলাকায় তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় পুলিশ সাজ্জাতসহ দুই জনকে হেফাজতে নিয়েছে।
নিহত যুবদল নেতা মানিক পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোকে কলোনীর মনসুর হাওলাদারের ছেলে।এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহুর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।
খুলনা গেজেট/এএজে
The post ঘাট এলাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024