অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা এবং ব্যবহারের অনুমতি পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে সবসময় লেথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র) দেয়া ছিল। তবে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় প্রশ্ন উঠে- বিজিবি কেন টিয়ারশেল মারেনি, সাউন্ড গ্রেনেড মারেনি। এগুলো তো বিজিবির কাছে নেই। এখন আমরা তাদের সেগুলো কেনার অনুমতি দিয়েছি। খুব তাড়াতাড়ি এসব কেনা হবে।
কোন সময়ে কোন অস্ত্র ব্যবহার করা হবে, সেটি সীমান্ত পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বড় ধরনের কোনো সমস্যা নেই। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে। তারা এটিকে খারাপভাবে নেয়ার সুযোগ নেই।
খুলনা গেজেট/ টিএ
The post সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা ও ব্যবহারের অনুমতি পেল বিজিবি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024