1:04 am, Tuesday, 21 January 2025

কোল্ডপ্লের কনসার্টে কাঁদলেন শ্রেয়া ঘোষাল

ভারতের মুম্বাইয়ে তিন দিনের জন্য কনসার্ট করবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। দ্বিতীয় দিনের আয়োজনে সেখানকার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সাধারণ শ্রোতাদের পাশাপাশি বসেছিল তারার হাঁট!

ভারতীয় গণমাধ্যমের খবর, কোল্ডপ্লের কনসার্টে মুকেশ আম্বানি ও তার পরিবারকে দেখা গেছে। তারা মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলেন।

অন্যদিকে গ্যালারি স্ট্যান্ডে অমিতাভের নাতনি নব্য নন্দার সঙ্গে দেখা যায় শাহরুখ কন্যা সুহানা খানকে। এছাড়াও বাবা ও স্বামীর সঙ্গে গিয়েছিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টালিউড থেকে ছিলেন রাজ ও শুভশ্রী।

রোববার সন্ধ্যায় ক্লোডপ্লে-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আলোয় ঝলমল করে ওঠে পুরো জায়গা। ৭০ বছর বয়সী বাবা ও স্বামী শিলাদিত্যকে নিয়ে অনুষ্ঠান দেখলেন শ্রেয়া। মঞ্চে ‘স্কাই ফুল অফ স্টারস্‌’ গাইছিলেন ক্রিস মার্টিন। তা শুনে যেন চোখের জল যেন বাধা মানছে না শ্রেয়ার। কখনও স্বামীর সঙ্গে আদুরে ছবি ভাগ করেছেন সামাজিক মাধ্যমে, আবার কখনও ‘ফিক্স ইউ’ গানের তালে নেচেছেন তিনি।

সেই শো এর ভিডিও পোস্ট করে শ্রেয়া লেখেন, ‘এটা আমার দেখা ক্লোডপ্লে-র দ্বিতীয় অনুষ্ঠান। এ যেন এক দারুণ অভিজ্ঞতা। তাই চোখে জল আটকাতে পারলাম না।’

‘স্কাই ফুল অফ স্টারস্‌’ গানে নাচতে দেখা যায় শুভশ্রীকেও। অভিনেত্রী লেখেন, ‘আমার স্বপ্ন।’ এ শো-এর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন রাজও।

খুলনা গেজেট/এএজে

The post কোল্ডপ্লের কনসার্টে কাঁদলেন শ্রেয়া ঘোষাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

কোল্ডপ্লের কনসার্টে কাঁদলেন শ্রেয়া ঘোষাল

Update Time : 09:07:31 pm, Monday, 20 January 2025

ভারতের মুম্বাইয়ে তিন দিনের জন্য কনসার্ট করবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। দ্বিতীয় দিনের আয়োজনে সেখানকার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সাধারণ শ্রোতাদের পাশাপাশি বসেছিল তারার হাঁট!

ভারতীয় গণমাধ্যমের খবর, কোল্ডপ্লের কনসার্টে মুকেশ আম্বানি ও তার পরিবারকে দেখা গেছে। তারা মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলেন।

অন্যদিকে গ্যালারি স্ট্যান্ডে অমিতাভের নাতনি নব্য নন্দার সঙ্গে দেখা যায় শাহরুখ কন্যা সুহানা খানকে। এছাড়াও বাবা ও স্বামীর সঙ্গে গিয়েছিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টালিউড থেকে ছিলেন রাজ ও শুভশ্রী।

রোববার সন্ধ্যায় ক্লোডপ্লে-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আলোয় ঝলমল করে ওঠে পুরো জায়গা। ৭০ বছর বয়সী বাবা ও স্বামী শিলাদিত্যকে নিয়ে অনুষ্ঠান দেখলেন শ্রেয়া। মঞ্চে ‘স্কাই ফুল অফ স্টারস্‌’ গাইছিলেন ক্রিস মার্টিন। তা শুনে যেন চোখের জল যেন বাধা মানছে না শ্রেয়ার। কখনও স্বামীর সঙ্গে আদুরে ছবি ভাগ করেছেন সামাজিক মাধ্যমে, আবার কখনও ‘ফিক্স ইউ’ গানের তালে নেচেছেন তিনি।

সেই শো এর ভিডিও পোস্ট করে শ্রেয়া লেখেন, ‘এটা আমার দেখা ক্লোডপ্লে-র দ্বিতীয় অনুষ্ঠান। এ যেন এক দারুণ অভিজ্ঞতা। তাই চোখে জল আটকাতে পারলাম না।’

‘স্কাই ফুল অফ স্টারস্‌’ গানে নাচতে দেখা যায় শুভশ্রীকেও। অভিনেত্রী লেখেন, ‘আমার স্বপ্ন।’ এ শো-এর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন রাজও।

খুলনা গেজেট/এএজে

The post কোল্ডপ্লের কনসার্টে কাঁদলেন শ্রেয়া ঘোষাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.