12:48 am, Tuesday, 21 January 2025

মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৌসুম শুরু হলেও ভূমিদস্যুদের বাধায় জমিতে বোরো ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। এরই মধ্যে কয়েকজন কৃষকের জমি ভূমিদস্যুরা দখল করে তাতে ধানের চারা রোপণ করেছে।

লাল নিশানা টাঙিয়ে দখল করে নেয়া হয়েছে অন্তত ৫০ বিঘা জমি। এ অবস্থায় উথরাইল বিলের ভোগদখলীয় জমি রক্ষায় ‘ভূমিদস্যু প্রতিরোধ কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছেন বিল এলাকার কৃষকেরা।

এ কমিটির আয়োজনে সোমবার দুপুরে পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন কৃষক ফয়েজ উদ্দিন, আবু বাক্কার, ময়েজ উদ্দিন, রায়হান হোসেন, মুক্তিযোদ্ধা আক্কাস আলীর স্ত্রী কফিজান বিবি প্রমুখ।

কৃষক ফয়েজ উদ্দিন বলেন, উথরাইল বিলে অন্তত ৩০০ একর খাস সম্পত্তি রয়েছে। এলাকার ভূমিহীন কৃষকেরা বিলের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে ২০ বছর ধরে বোরো ধানের চাষ করে আসছেন। হঠাৎ করে পাকুড়িয়া চালাকিপাড়া গ্রামের ভূমিদস্যু এরশাদ আলীর নেতৃত্বে একটি চক্র ওইসব খাস সম্পত্তি দখল নিতে শুরু করে।

ভূমিদস্যু প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন অভিযোগ করে বলেন, এরই মধ্যে আমার দখলে থাকা চার বিঘা জমি দখল করে তাতে ধানের চারা রোপণ করেছে ভূমিদস্যুরা। এছাড়া মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বয়েজ উদ্দিনসহ কয়েকজন কৃষকের জমির দখল করে নেয়া হয়েছে। লাল নিশানা উড়িয়ে দখল করে নেয়া হয়েছে আরও অন্তত ৫০ বিঘা জমি। কৃষক আবু বাক্কার বলেন, পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ার লোকজন বর্ষা মৌসুমে বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

খরা মৌসুমে বিলের পানি কমে গেলে সেখানে বোরো ধানের চাষ করা হয়। বিলের উঁচু-নিচু জমি সমান করে চাষযোগ্য করা হয়েছে। সেইসব জমিতে লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের। তাদের প্রতিরোধ করতে ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মৎস্যজীবী পাড়ার বাসিন্দারা। এ প্রসঙ্গে অভিযুক্ত এরশাদ আলী বলেন, আমরা কালিসফা আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করি। আমরাও ভূমিহীন, তাই বিলের খাস সম্পত্তি দখল করতে গিয়েছিলাম।

জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উথরাইল বিলে খাস সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে উত্তেজনার সংবাদে এসিল্যান্ডকে নিয়ে আজ সোমবার বিকালে পাকুড়িয়া এলাকা পরিদর্শন করা হয়েছে। আজ মঙ্গলবার দখল সত্ত্বের কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

The post মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন appeared first on সোনালী সংবাদ.

Tag :

মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

Update Time : 10:08:43 pm, Monday, 20 January 2025

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৌসুম শুরু হলেও ভূমিদস্যুদের বাধায় জমিতে বোরো ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। এরই মধ্যে কয়েকজন কৃষকের জমি ভূমিদস্যুরা দখল করে তাতে ধানের চারা রোপণ করেছে।

লাল নিশানা টাঙিয়ে দখল করে নেয়া হয়েছে অন্তত ৫০ বিঘা জমি। এ অবস্থায় উথরাইল বিলের ভোগদখলীয় জমি রক্ষায় ‘ভূমিদস্যু প্রতিরোধ কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছেন বিল এলাকার কৃষকেরা।

এ কমিটির আয়োজনে সোমবার দুপুরে পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন কৃষক ফয়েজ উদ্দিন, আবু বাক্কার, ময়েজ উদ্দিন, রায়হান হোসেন, মুক্তিযোদ্ধা আক্কাস আলীর স্ত্রী কফিজান বিবি প্রমুখ।

কৃষক ফয়েজ উদ্দিন বলেন, উথরাইল বিলে অন্তত ৩০০ একর খাস সম্পত্তি রয়েছে। এলাকার ভূমিহীন কৃষকেরা বিলের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে ২০ বছর ধরে বোরো ধানের চাষ করে আসছেন। হঠাৎ করে পাকুড়িয়া চালাকিপাড়া গ্রামের ভূমিদস্যু এরশাদ আলীর নেতৃত্বে একটি চক্র ওইসব খাস সম্পত্তি দখল নিতে শুরু করে।

ভূমিদস্যু প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন অভিযোগ করে বলেন, এরই মধ্যে আমার দখলে থাকা চার বিঘা জমি দখল করে তাতে ধানের চারা রোপণ করেছে ভূমিদস্যুরা। এছাড়া মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বয়েজ উদ্দিনসহ কয়েকজন কৃষকের জমির দখল করে নেয়া হয়েছে। লাল নিশানা উড়িয়ে দখল করে নেয়া হয়েছে আরও অন্তত ৫০ বিঘা জমি। কৃষক আবু বাক্কার বলেন, পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ার লোকজন বর্ষা মৌসুমে বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

খরা মৌসুমে বিলের পানি কমে গেলে সেখানে বোরো ধানের চাষ করা হয়। বিলের উঁচু-নিচু জমি সমান করে চাষযোগ্য করা হয়েছে। সেইসব জমিতে লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের। তাদের প্রতিরোধ করতে ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মৎস্যজীবী পাড়ার বাসিন্দারা। এ প্রসঙ্গে অভিযুক্ত এরশাদ আলী বলেন, আমরা কালিসফা আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করি। আমরাও ভূমিহীন, তাই বিলের খাস সম্পত্তি দখল করতে গিয়েছিলাম।

জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উথরাইল বিলে খাস সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে উত্তেজনার সংবাদে এসিল্যান্ডকে নিয়ে আজ সোমবার বিকালে পাকুড়িয়া এলাকা পরিদর্শন করা হয়েছে। আজ মঙ্গলবার দখল সত্ত্বের কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

The post মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন appeared first on সোনালী সংবাদ.