4:36 am, Tuesday, 21 January 2025

রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে: কেসিসি প্রসাশক

কেসিসি প্রসাশক মো: ফিরোজ সরকার বলেছেন, এই দেশ আমাদের সকলের। প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে আমাদের সকলকে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা।

সোমবার (২০ জানুয়ারি) নগর ভবনে অনুষ্ঠিত খুলনা বিভাগে ন্যাস্ত ৪৩তম বিসিএস ক্যাডারের সহকারী কমিশনারদের (শিক্ষানবিশ) উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, এই দেশ আমাদের সকলের। প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে আমাদের সকলকে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা। জনসেবার মানোন্নয়নে এ প্রতিষ্ঠান থেকে চাহিদাভিত্তিক নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় বলে তিনি উল্লেখ করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান বক্তৃতা করেন। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, বাজার সুপারিনটেনডেন্ট গাজী সালাউদ্দিন, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, আইসিটি ম্যানেজার হাসান হাসিবুল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কোর্সে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

খুলনা গেজেট/ টিএ

The post রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে: কেসিসি প্রসাশক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে: কেসিসি প্রসাশক

Update Time : 11:07:50 pm, Monday, 20 January 2025

কেসিসি প্রসাশক মো: ফিরোজ সরকার বলেছেন, এই দেশ আমাদের সকলের। প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে আমাদের সকলকে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা।

সোমবার (২০ জানুয়ারি) নগর ভবনে অনুষ্ঠিত খুলনা বিভাগে ন্যাস্ত ৪৩তম বিসিএস ক্যাডারের সহকারী কমিশনারদের (শিক্ষানবিশ) উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, এই দেশ আমাদের সকলের। প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে আমাদের সকলকে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা। জনসেবার মানোন্নয়নে এ প্রতিষ্ঠান থেকে চাহিদাভিত্তিক নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় বলে তিনি উল্লেখ করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান বক্তৃতা করেন। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, বাজার সুপারিনটেনডেন্ট গাজী সালাউদ্দিন, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, আইসিটি ম্যানেজার হাসান হাসিবুল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কোর্সে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

খুলনা গেজেট/ টিএ

The post রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে: কেসিসি প্রসাশক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.