বিএনপির কোন সাংগঠনিক কমিটিতে নেই নজরুল ইসলাম মঞ্জু । রাজনীতিতে এখন তার একমাত্র পরিচিতি সাবেক সংসদ সদস্য,তাও অষ্টম সংসদের। তেতুলতলা মোড়ে তার রাজনৈতিক সচিবালয়। এখান থেকে তিনি নিয়ন্ত্রন করেন অনুসারীদের। তার আর্শীবাদপুষ্ট প্রার্থীরা খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বাজিমাত করেছে। নগরে তার রাজনৈতিক প্রতিপক্ষের আর্শীবাদের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। গো-হারা হেরেছে। নগরের শীর্ষ নেতাদের দোয়া-আর্শীবাদ কাজে আসেনি। গত শুক্রবার তিন বছর মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২১ সালের ৯ ডিসেম্বর নগর শাখার সভাপতি পরবতীতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব হারান। তারপর ও ১৯ দফার রাজনীতি থেকে নিজেকে দূরে রাখেনি। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনকে লালন করছেন। বিভিন্ন দিবস পালন, শীতবস্ত্র বিতারণ ও দলীয় কর্মীদের নামে দায়ের করা মামলা নিয়ে সময় কাটান। কেন্দীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তার অনুসারীদের অপর একাংশের অবস্থান পিটিআই মোড়ে ।তিনি সুলতানা হামিদ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে রাতে রাজনৈতিক অড্ডায় সময় কাটান। সমর্থকদের প্রতি নেক নজর । প্রত্যেক ওয়ার্ডে কম বেশী তার অনুসারী রয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রয়েছে। আইনজীবী সমিতি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ,পাড়া ও মহল্লায় শক্ত প্রতিপক্ষও রয়েছে। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচিতরা তার অনুসারী ।তার আর্শীবাদপুষ্ট মো:শামীম খান ১ হাজার ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বি মো: আবুল কাশেম সরদারের প্রাপ্ত ভোট ৩১৬। সাধারণ সম্পাদক পদে মো: শফিকুল ইসলাম শফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিতরা জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সাথে জড়িত। অন্যনা পদে ভোটের ব্যবধান বিশাল । রাজনৈতিক পট পরিবতনের পর এ অংশের ইমেজ নষ্ট হয়। বিএনপির মঞ্জু গ্রুপের কর্মীদের মনবল দৃঢ় ছিল । নৈতিকতার কারণে এবং ব্যক্তি মঞ্জুর ইমেজের কারণেই নির্বাচনী বাজিমাত।
নির্বচিত সভাপতি মো: শামীম খান বলেছেন, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও কৌশল ছিল ভিন্ন । কৌশল ও নির্দেশনার কারণেই তাদের এ বিশাল জয়। তিনি বলেছেন,শ্রমিকদের ঝুঁকি ভাতা ,চিকিৎসা কল্যাণ ফান্ড ,নিয়োগপত্র আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের নতুন দাবি শ্রমিকদের জন্য ওএমএস ও শ্রম কল্যাণ ফান্ড ইত্যাদি নায্য দাবির জন্য শ্রমিকরা তাদের সমর্থন দিয়েছেন। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেছেন, ভোটাররা সচেতন,যোগ্যদের নির্বাচিত করেছেন। কোন নেতার আর্শীবাদ থাকলেও তা ছিল নেপথ্যে। খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন সোহাগ বলেছেন,যোগ্যদের ভোটাররা নির্বাচিত করেছেন। তারা চিকিৎসা কল্যাণ ফান্ড ও ঝুঁকি ভাতা আদায় করতে সমর্থ হবে। তিনি বলেন নির্বাচিতরা মনে প্রাণে জাতীয়তাবাদী শক্তি।
সর্বশেষ ২০১৯ সালের ৩মে নির্বাচন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ টিএ
The post খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিএনপির মঞ্জু গ্রুপের বাজিমাত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.