স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চকবাজার বড়ুয়াপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যাক্তিত্ব প্রয়াত অমল বড়ুয়ার সহধর্মীনি, দেবপাহাড় পুর্নাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ধর্মপ্রান উপাসিকা প্রয়াত নিরুপমা বড়ুয়ার বাৎসরিক স্মরণ সভা আজ ২০ জানুয়ারী ২০২৫ রবিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠক ও নারী নেত্রী শেলী বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চান্দঁগাও শাক্যমুনি বিহারের অধ্যক্ষ সুদেশক ভদন্ত এস লোকজিৎ মহাথের ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির, ড. সুমনপ্রিয় মহাস্থবির, ভদন্ত শ্রদ্ধাশ্রী থের, নন্দবোধি থের , জ্যোতিনৃন্দ থের, আনন্দবোধি থের, শরনপ্রিয় থের, জ্যোতিনন্দ থের, তিষ্যরত্ন থের, বোধিসম্ভার থের ও জ্যোতিশ্রী থের । পঞ্চশীল প্রার্থনা করেন উপাসিকা সবিতা বড়ুয়া ।
The post নিরুপমা বড়ুয়ার স্মরণ সভায় অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু- ভালো কর্মের কারনে মানুষ মৃত্যুর পরও সমাজে বেঁচে থাকে appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024