৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে মিথ্যা তথা ভুল তথ্য দিলেন ডোনাল্ড ট্রাম্প!
অভিষেক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, পানামা খাল পরিচালনা করে চীন। ট্রাম্প পানামা খাল সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেন, ‘ (পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া) একটি নির্বোধ উপহার যা কখনই দেওয়া উচিত হয়নি।’
তিনি দাবি করেন, ‘চীন পানামা খাল পরিচালনা করছে।’
ট্রাম্প বলেন,… বিস্তারিত