চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে রোববার (১৯ জানুয়ারি) রান আউট হয় ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রান আউটকে ঘিরে ইংলিশ ক্রিকেটার ডেভিডের মালানের সঙ্গে ঝামেলার গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সোমবার (২০ জানুয়ারি) তামিম নিজের ফেসবুক পেজে জানান যে, মালানের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি তার।
এবার বরিশাল অধিনায়কের বিবৃতির পক্ষেই কথা বলেছেন মালানও। ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, ঘাটতির জন্যই তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেন অনেকেই। তবে টিভি স্ক্রিনে ধরা পড়া উত্তেজনা কার সঙ্গে ছিলো, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মালান।
অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণার পর থেকেই নিয়মিত আলোচনায় হতে থাকে তামিমকে ঘিরে। চলমান বিপিএল শুরুর পর থেকে আলোচনার পশাপাশি সমালোচনার মুখেও পড়ছেন নিয়মিত।
ইদানিং তাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। তামিম যেন অল্পতেই রেগে যাচ্ছেন। যে কারো সঙ্গে তর্কেও জড়িয়ে পড়ছেন। এবারের বিপিএলের ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালস ও জাতীয় দলে সতীর্থ সাব্বির রহমানের সঙ্গে অস্বাভাবিক আচরণ করে আলোচনার খোরাক তৈরি করেছিলেন দেশ সেরা এই ওপেনার।
হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম বলেছেন ইকবাল হোসেন ইমনকে নাকি অ্যাবিউস করেছিলেন হেলস। অবশ্য সাব্বিরের ইস্যুতে মুখে এখনও তালা তার। কিন্তু মালানের সঙ্গে রান আউটে ভুল-বোঝাবুঝির পর মাঠে উত্তপ্ত দেখা গেছে দু’জনকেই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও আসে। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বরিশাল অধিনায়ক। যেখানে তামিম দাবি করেছেন মালানের সঙ্গে কিছুই হয়নি তার।
তামিমের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালানও। সোমবার (২০ জানুয়ারি) অনুশীলন ছিলো না বরিশালের। টিম হোটেলে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে পুরো বিষয়কে দুঃখজনক বলেছেন এই ইংলিশ ওপেনার।
বরিশালের ওপেনার মালান বলেন, ‘এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেলো। আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কোনো ইস্যু কখনও ছিলো না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময়ই গল্প বানাতে চায় হয়তো। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়।’
তাহলে প্রশ্ন আসে মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান! জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি।
মালান বলেন, ‘আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক। কে ছিলো তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই। তবে বারবারই কেন একজনের নামই আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরও সহনশীল হতে হবে সব পক্ষকেই।’
খুলনা গেজেট/এনএম
The post এবার তামিমের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন মালান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.