কৃষকের সেচযন্ত্র থেকে শুরু করে ব্যবসায়ীর মিটার, হরহামেশাই চুরি হচ্ছে। রবিবার দিবাগত রাতে নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় কাঠহাট থেকে অন্তত ১৩টি বাণিজ্যিক মিটার চুরি হয়েছে। চুরি হচ্ছে বাসা-বাড়ির জামাকাপর, হাঁড়িপাতিলও।
এভাবে চুরির হিড়িক পড়লেও চুরি রোধে বা চোর ধরতে দৃশ্যত কোনো পদক্ষেপ নিতে নিচ্ছেন না গুরুদাসপুর থানা পুলিশ। এখন চোর চক্রের জালায় অতিষ্ঠ উপজেলাবাসী।
স্থানীয় সূত্র জানিয়েছে,… বিস্তারিত