খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের আলোচিত সচিব গণি গাজীকে কয়রা ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: ইউসুপ আলী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে (স্মারক নং- ৪৬।৪৪।৪৭০০।০২৪।১৯।০০১।২৫।২৭)।
জানা গেছে, প্রশাসনিক কারণে কপিলমুনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ গণি গাজীকে কয়রা ইউনিয়ন পরিষদ ও পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাভেদ ইকবালকে কপিলমুনিতে বদলি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বদলিকৃত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ ৩০ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
উল্লেখ্য, ইউপি সদস্য ও সেবা গ্রহিতাদের সাথে অসদাচারণ এবং পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ গণি গাজীর বিরুদ্ধে এলাকাবাসী গত ১৪ জানুয়ারি মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধনে সচিবের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এর আগে পরিষদের ১০ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন।
খুলনা গেজেট/এনএম
The post কপিলমুনির সেই ইউপি সচিবের বদলি আদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024