ব্রিটেনে তিন শিশুকে হত্যা ও আরও ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষ স্বীকার করে নিয়েছেন অ্যাক্সেল রুডাকুবানা নামে এক কিশোর। দেশটির ইতিহাসে শিশুদের ওপর পরিকল্পিতভাবে চালানো অন্যতম ভয়াবহ অপরাধের ঘটনা ছিল এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
দেশটির সাউদপোর্টে গত গ্রীষ্মে ছুরিকাঘাতে ওই তিন শিশুকে হত্যা করা হয়। সে সময় দোষী সাব্যস্ত রুডাকুবানার বয়স ছিল ১৭ বছর। হত্যাকাণ্ডের পাশাপাশি… বিস্তারিত