শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক জনক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের সর্বাধিক নির্যাতিত ও সর্বোচ্চ কারাবরনকারী ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী’র আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রস্থ স্বনামধন্য নূরানী এতিমখানা ও মাদ্রাসায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তব্যে গোলাম মোস্তফা বাবু চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ১৯ দফা বাস্তবায়নে নিরলস কাজ করছে ছাত্রদল। ২৪ এর আন্দোলনে শহীদ জিয়াউর রহমান এর বীরত্ব রাজপথের আন্দোলনে অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।
গোলাম মোস্তফা বাবু চৌধুরী ২৪ এর আন্দোলনে নিহত সকল শহীদ ও গত ১৭ বছরে নিহত সকল নেতাকর্মীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত সকল যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।
এসময় তিনি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আলোচনা রয়েছে যে, ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী এবার দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী।
মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post ছাত্রদল নেতা বাবু চৌধুরী’র আয়োজনে ময়মনসিংহে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.