6:56 am, Wednesday, 22 January 2025

বাকেরগঞ্জে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক সংস্কার দুর্ঘটনার শঙ্কা

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন মহেরের হাট-বাজার হয়ে কানকি কৃষ্ণকাঠি এলাকার সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্ত ও পাকা-সংস্কারের কাজ শেষ করা হয়েছে।

উপজেলা এলজিইডি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ সালের বরাদ্দে আমির ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২ সালে এই সড়ক সংস্কার নির্মাণ কাজ শেষ করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার কাজ চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে সড়ক থেকে ওই বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়নি। এজন্যই সংশ্লিষ্ট ঠিকাদার সড়কের মাঝখানে খুঁটি রেখেই পাকা করার কাজ শেষ করেছেন।

এতে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। একইসঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে যানবাহন চালক ও স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটিকে ক্যান্টনমেন্ট সংলগ্ন এবং ভরপাশা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক।

সড়কটি লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন মহেরের বাজার হয়ে ভরপাশা ইউনিয়নের কানকি কৃষ্ণকাঠি হয়ে বরগুনা আঞ্চলিক সড়কের সঙ্গে সংযোগ হয়েছে। সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার ঘটছে।

মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post বাকেরগঞ্জে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক সংস্কার দুর্ঘটনার শঙ্কা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

বাকেরগঞ্জে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক সংস্কার দুর্ঘটনার শঙ্কা

Update Time : 06:08:10 pm, Tuesday, 21 January 2025

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন মহেরের হাট-বাজার হয়ে কানকি কৃষ্ণকাঠি এলাকার সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্ত ও পাকা-সংস্কারের কাজ শেষ করা হয়েছে।

উপজেলা এলজিইডি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ সালের বরাদ্দে আমির ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২ সালে এই সড়ক সংস্কার নির্মাণ কাজ শেষ করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার কাজ চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে সড়ক থেকে ওই বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়নি। এজন্যই সংশ্লিষ্ট ঠিকাদার সড়কের মাঝখানে খুঁটি রেখেই পাকা করার কাজ শেষ করেছেন।

এতে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। একইসঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে যানবাহন চালক ও স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটিকে ক্যান্টনমেন্ট সংলগ্ন এবং ভরপাশা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক।

সড়কটি লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন মহেরের বাজার হয়ে ভরপাশা ইউনিয়নের কানকি কৃষ্ণকাঠি হয়ে বরগুনা আঞ্চলিক সড়কের সঙ্গে সংযোগ হয়েছে। সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার ঘটছে।

মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post বাকেরগঞ্জে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক সংস্কার দুর্ঘটনার শঙ্কা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.