10:43 am, Wednesday, 22 January 2025

ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথাহাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজে ওয়াজ-নসীহত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে সমাজের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। ওয়াজ-নসীহতের আয়োজন করা হয় এজন্য যাতে করে বিভিন্ন বয়সের মানুষ উহা শুনে তদানুযায়ী আমল করতে পারেন। যাতে গোটা সমাজ ধীরে ধীরে পরিবর্তন হতে পারে এবং সমাজে কোন অপরাধ প্রবনতা, হারাম কাজ, অশ্লীলতা-বেহায়াপনা, মদ-জুয়া, বেয়াদবী ইত্যাদি হ্রাস পাবে। অথচ ওয়াজের ময়দান ইদানিং রঙ্গমঞ্চ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে। আবার সুর দিয়ে শ্রোতাদের মন জয় করে, কিন্তু সেখানে আমলের কোন আলোচনা নাই। সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থ্যাৎ বিদ্বেষ ছড়ায়। তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে। তাই আসুন আমরা সুরের পাগল না হয়ে,আমলের পাগল হই। তাহলেই আমাদের জীবন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ।  সোমবার (২০ জানুয়ারি) রাতে বরিশালের সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ‘জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ্, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী প্রমুখ। গভীর রাতে আলোচনা শেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ,জাতি ও বিশ^ মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনার পাশাপশি এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।

The post ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথাহাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথাহাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর

Update Time : 10:07:53 pm, Tuesday, 21 January 2025

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজে ওয়াজ-নসীহত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে সমাজের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। ওয়াজ-নসীহতের আয়োজন করা হয় এজন্য যাতে করে বিভিন্ন বয়সের মানুষ উহা শুনে তদানুযায়ী আমল করতে পারেন। যাতে গোটা সমাজ ধীরে ধীরে পরিবর্তন হতে পারে এবং সমাজে কোন অপরাধ প্রবনতা, হারাম কাজ, অশ্লীলতা-বেহায়াপনা, মদ-জুয়া, বেয়াদবী ইত্যাদি হ্রাস পাবে। অথচ ওয়াজের ময়দান ইদানিং রঙ্গমঞ্চ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে। আবার সুর দিয়ে শ্রোতাদের মন জয় করে, কিন্তু সেখানে আমলের কোন আলোচনা নাই। সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থ্যাৎ বিদ্বেষ ছড়ায়। তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে। তাই আসুন আমরা সুরের পাগল না হয়ে,আমলের পাগল হই। তাহলেই আমাদের জীবন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ।  সোমবার (২০ জানুয়ারি) রাতে বরিশালের সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ‘জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ্, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী প্রমুখ। গভীর রাতে আলোচনা শেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ,জাতি ও বিশ^ মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনার পাশাপশি এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।

The post ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথাহাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.