প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১১:৩৭ পি.এম
বিরামপুরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার,আটক -১
ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি :দিনাজপুরের মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় প্রায় দেড় কোটি টাকার ১২ টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বিরামপুর উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান ডিউটি ও ওয়ারেন্ট তামিল পরিচালনাকালীন অভিযান চালায় বিরামপুর থানা পুলিশ।এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,একজন ব্যক্তি স্বর্ন চোরাচালানের উদ্দেশ্যে বিরামপুর উপজেলার ০১ নং মুকুন্দপুর ইউনিয়নের বাজারের ভিতর দিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে।এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এর নির্দেশনায় এসআই(নিঃ) দুলু মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জয়দেব মহন্তকে(৪৩) মুকুন্দপুর বাজারে মঞ্জুরুল ইসলামের দোকানের সামনে আটক করে। আসামি জয়দেব মহন্ত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে।
পরবর্তীতে তল্লাশি করে আসামীর পরিহিত জিন্সপ্যান্টের বেল্টের নিচে প্যান্টের বেল্ট হুগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১২ পিস স্বর্ণের বারসহ ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয় যাহার মডেল-VIVO-1938।উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের মধ্যে ০৯ (নয়) টি স্বর্ণের বারের ওজন ৯০০ গ্রাম এবং অপর ০৩ (তিন) টি স্বর্ণের বারের ওজন ৩৫০গ্রাম সর্বমোট ১২৫০(এক কেজি দুইশত পঞ্চাশ) গ্রাম।স্বর্ণের বারগুলো আসল ও খাটি স্বর্ণ এবং প্রতিটি স্বর্ণের বার ২৪ ক্যারেটের। যাহার বর্তমান বাজার মূল্য-১,৩৯,১৮,১২৫/- (এক কোটি উনচল্লিশ লক্ষ আঠার হাজার একশত পচিশ) টাকা বলে এজহারে উল্লেখ করা হয়েছে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024