আগাম আলু আবাদ করে বেকায়দায় পড়েছেন রংপুরের চাষিরা। খেতে আলু বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকায়। এতে কেজি প্রতি কৃষকের লোকসান হচ্ছে ১০ থেকে ১২ টাকা।
এমন লোকসানে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। ধারদেনা করে চাষাবাদ করা প্রান্তিক চাষিরা বলছেন, এই লোকসান অব্যাহত থাকলে আগামী দুই বছর এই ঘানি টানতে হবে। সংসার চালানো ও কঠিন হয়ে যাবে।
‘আলু আবাদ করি এবার হামার কোমর পড়ি গেইল বাহে। ৫২ টাকা… বিস্তারিত