জাতীয় দলে গঠনের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নিতে ৫৭ জনের নাম ঘোষণা করলেও সেখানে দেশের এক নম্বর তারকা রাসেল মাহমুদ জিমির নাম নেই। ফেডারেশন চিন্তা করেছে জিমির বয়স হয়েছে। আর জিমিকে ডাকার পর সে যদি বাদ পড়ে সেই আশংকায় জিমিকে ডাকছে না ফেডারেশন।
এসব কথা শুনে সাবেক তারকারা একগাল হাসছেন। হকির জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা এসবের কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। সাবেকদের চোখে জিমি এখনো… বিস্তারিত