তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ম্যাচেরা। ম্যাচ স্বাগতিকদের হারিয়ে সিরিজে সময়তায় ফিরেছে টাইগ্রেসরা। আর তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের।
শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট।
আরও পড়ুন : ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটে ম্যাককালাম যুগ শুরু হচ্ছে আজ
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নিগার সুলতানার। ১২০ ইনিংসে ৫টি চার মারা নিগার এক প্রান্তে ধরে রেখেছেন বলেই বাংলাদেশের রানটা ১৮০ পেরোয়। ১১তম ওভারে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে যাওয়া নিগার ফেরেন ৪৯তম ওভারে দলকে ১৮৪ রানে রেখে নবম ব্যাটার হিসেবে।
অধিনায়ক ছাড়া বলার মতো রান পেয়েছেন সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১)। ৫৬ রানে তৃতীয় উইকেট খোয়ানোর পর সোবহানাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন নিগার। পরে ষষ্ঠ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক। বাংলাদেশের ইনিংসে এ ছাড়া ৩০ ছাড়ানো জুটি ছিল প্রথম উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হকের।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল।
The post বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকে রইল বাংলাদেশের appeared first on Bangladesher Khela.