ঈশ্বরদীর প্রত্যন্ত গ্রামের পাঠশালা সাজানো হয়েছে রঙিন সাজে। দেয়ালে চোখ জুড়ানো অঙ্কন। সবকিছু পরিপাটি, সাজানো-গোছানো। মীনা-রাজুর হাস্যোজ্জ্বল কার্টুন ছবি। দেয়ালে আঁকা হয়েছে জাতীয় মাছ, পশু, ফল, পতাকা ও দৃষ্টিনন্দন বাহারি ছবি। শিক্ষার্থীদের নিয়ে আঁকা দৃষ্টিনন্দন চিত্রকর্ম। এই দৃশ্য ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ভাড়ইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরাজমান।
অজগাঁয়ের… বিস্তারিত