বেনাপোলে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে ও আটক করেছে বিজিবি।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি এবং ধান্যখোলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ লাখ ১৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী জব্দ করে। এ সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের ওমর আলীর স্ত্রী মনজুরা খাতুন (৪৫) এবং একই থানা এলাকার গাতিপাড়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আবুল কালাম (৭৫) কে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ
The post সীমান্তে ১৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্য ও মাদক জব্দ, আটক দুই appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024