পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মোঃ শফিকুল ইসলাম ও সাবেক হিসাবরক্ষক এস. এম. শাহিনের বিরুদ্ধে ৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২২ জানুয়ারি) দুদক, সমন্বিত পটুয়াখালীর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পটুয়াখালী পৌরসভার ভ্যাট ও ট্যাক্স খাতের টাকা বিভিন্ন ব্যয় দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু ওই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।
মোঃ শফিকুল ইসলাম ও এস. এম. শাহিন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বের চরম লঙ্ঘন করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
তবে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক সচিব মোঃ হেলাল উদ্দিনের নামও ছিল, কিন্তু তিনি ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় তাকে এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে।
এ মামলায় তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে দুদক।
The post পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024