চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে পাগলা নদীতে ডুবে তারেক রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর ফাটাপাড়ায় পাগলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাগলা নদীর অন্য পাড়ে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল কিশোর তারেক রহমান। বিকেলে বাসায় ফেরার পথে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় পা পিছলে নদীতে পড়ে যায় তারেক। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারেক রহমান চলতি বছর স্থানীয় একটি মাদরাসা থেকে হেফজ শেষ করেছে বলে জানান তার পরিবারের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন বলেন, পানিতে ডুবে ওই ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
The post চাঁপাইনবাবগঞ্জে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024