11:37 am, Thursday, 23 January 2025

ফ্ল্যাশব্যাকে

সেটাকেও নির্দ্বিধায় জীবন বলে চালিয়ে দিই
হঠাৎ হৃদয়ে একটা প্রজাপতি এসে বসে
শূন্যতায় ঢেউ-চোখ খুলে মৌমাছি পেলাম
এই যে কন্ট্রাডিকশন মগজে তার শুরু কিংবা শেষ
জানা নাই; মৌমাছি মধুতে মগ্ন
যতই লক্ষ্যের দিকে দৌড়াই ততই লক্ষ্যভ্রষ্ট হই
তাকে নিয়ে স্বপ্নও দেখতে পারি না
যাঞ্চা আর কান্না বড় হয় নাছোড় ছায়া
পদপিষ্ট করে আকাশে তোলে আমায়
ফ্ল্যাশব্যাকে দেখি তার কাছে আসার গল্প।

Tag :

ফ্ল্যাশব্যাকে

Update Time : 09:06:07 am, Thursday, 23 January 2025

সেটাকেও নির্দ্বিধায় জীবন বলে চালিয়ে দিই
হঠাৎ হৃদয়ে একটা প্রজাপতি এসে বসে
শূন্যতায় ঢেউ-চোখ খুলে মৌমাছি পেলাম
এই যে কন্ট্রাডিকশন মগজে তার শুরু কিংবা শেষ
জানা নাই; মৌমাছি মধুতে মগ্ন
যতই লক্ষ্যের দিকে দৌড়াই ততই লক্ষ্যভ্রষ্ট হই
তাকে নিয়ে স্বপ্নও দেখতে পারি না
যাঞ্চা আর কান্না বড় হয় নাছোড় ছায়া
পদপিষ্ট করে আকাশে তোলে আমায়
ফ্ল্যাশব্যাকে দেখি তার কাছে আসার গল্প।