লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের স্বাদ পাচ্ছিলো না সেল্টিক। স্কটিশ চ্যাম্পিয়নরা ১২ বছর পর সেই আক্ষেপ মিটিয়েছে। ইয়াং বয়েজকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে নকআউট।
নাটকীয়তায় ভরপুর ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে স্কোর করতে ব্যর্থ হয়েছিল সেল্টিক। গোল বাতিল হয়েছে তিনটি। শেষ দিকে দশ জনের দল নিয়েও খেলতে হয়েছে। তার পরেও তাদের রুখতে পারেনি ইয়াং বয়েজ। ৮৬ মিনিটের গোলটাতেও ছিল ভাগ্যের ছোঁয়া। শুরুতে… বিস্তারিত