গত সপ্তাহে মুম্বইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে মধ্যরাতে ছুরিকাঘাতে জখম করা হয় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। ছয়টি ছুরিকাঘাত লাগে তার। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয় সাইফকে। এ ঘটনার পর মুম্বাই পুলিশ তদন্তে নামে। বুধবারও (২২ জানুয়ারি) পুলিশের একটা দল সাইফের অ্যাপার্টমেন্টে গেছে। দুই দিনের তদন্তে একটা প্রাথমিক প্রতিবেদনও প্রকাশ করেছে পুলিশ।
টাইমস নাও থেকে জানা যায়, সাইফের হামলার ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) ভোরে একজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। আটককারীর নাম শরিফুল ইসলাম শেহজাদ, তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাইফের ওপর হামলাকারী বাথরুমের জানালা দিয়ে তার বাসায় ঢুকেছিলেন। আর সাইফের ওপর হামলার পর অভিযুক্ত ব্যক্তি সেই পথ ধরে পালিয়ে গিয়েছিল। সাইফ-কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে পুলিশ অভিযুক্ত ব্যক্তির একটা শীত টুপি উদ্ধার করেছে। টুপিতে পাওয়া চুল ডিএনএ পরীক্ষার জন্য মুম্বাইয়ের স্কুল অব মেডিসিনে পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ডিএনএ রিপোর্ট মিলে গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও হামলাকারীর জামায় লেগে থাকা রক্তের দাগ সাইফের কি না, তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
সাইফের অ্যাপার্টমেন্টের যে ঘরে ঘটনাটি ঘটেছিল, সেখান থেকে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আর ফিঙ্গারপ্রিন্টগুলো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মিলে গেছে। সাইফ-কারিনার আবাসনের দুজন নিরাপত্তারক্ষী ঘুমিয়ে ছিলেন। আর এই বিলাসবহুল আবাসনের মূল ফটক ও গলিতে সিসিটিভি না থাকার সুযোগ নিয়েছিলেন হামলাকারী।
প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রার বাড়ীতে সাইফ আলী খান, কারিনা কাপুর এবং তাদের দুই সন্তানের বসবাস। আর গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে যান অভিনেতা। পাঁচদিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন তিনি।
খুলনা গেজেট/এনএম
The post সাইফ আলীর ওপর হামলার ঘটনায় আটক শরীফুলের ডিএনএ মিলেছে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024