গ্রিসের থেসালোনিকির কাছে একটি ময়লার ব্যাগ থেকে প্রায় ২ হাজার বছরের পুরোনো একটি মার্বেলের ভাস্কর্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) পুলিশ এই তথ্য জানিয়েছে।
থেসালোনিকি শহরের নিকটবর্তী নয়ি ইপিভাতেস এলাকায় এক বাসিন্দা ৮০ সেন্টিমিটার লম্বা একটি মাথাবিহীন ভাস্কর্য একটি ময়লার ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখেন। তিনি এটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে প্রত্নতাত্ত্বিকরা এর… বিস্তারিত