চুয়াডাঙ্গায় কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে আটটি ইট ভাটায় ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
এ সময় ট্রাক্টর ও স্কেভেটর দিয়ে কাঁচা ইট ভেঙে দেয়া হয়।
পরিবেশ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানান, ‘জেলায় এ মৌসুমে ৮৮টি ইট ভাটা চালু রয়েছে। এর মধ্যে কিছু ইট ভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। আবার কেউ কেউ কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে। এই কারণে ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে আটটি ইট ভাটার বিরুদ্ধে মামলাসহ ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
খুলনা গেজেট/এএজে
The post চুয়াডাঙ্গায় ৮ ইট ভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024