আত্মমগ্নতা থেকে বিশ্বজীবনের ব্যাপক পরিসরে ভ্রমণের আকুলতা এবং সেই সঙ্গে নিজের জন্মপুরাণের খোঁজে আত্মসন্ধানের হাহাকার একজন কবিকে নিঃসন্দেহে সমকালের অন্য কবিদের থেকে স্বতন্ত্র করে দেয়। কবিতা সময়চিহ্নিত, এমনকি কবিও; কিন্তু কবিতাবিচারের ক্ষেত্রে দশকভিত্তিক বিবেচনার প্রবণতা কবির ব্যক্তিস্বরকে অনেক ক্ষেত্রেই অস্বীকার করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী কবিতায় যে ভাঙাগড়া ও উত্থান-পতন আমরা লক্ষ করি, তার… বিস্তারিত