আমাদের বরিশাল ডেস্ক:
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে। বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা দেখা না গেলেও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এমনই চলছে।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং বরিশাল নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।
স্থানীয় আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে।আগামী এক-দুই দিন এমন বৃষ্টি থাকতে পারে বলেও জানান তারা। বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৩ নটিক্যাল মাইল।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা সমুদ্রবন্দরকেও তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।
The post লঘুচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.