তেরখাদায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী কামালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার মোকামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে তেরখাদা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কাজী কামাল লস্কারপুর গ্রামের মৃত জহুর কাজীর ছেলে।
২০১৮ সালে একদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি”র তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা, ভাংচুরসহ বিস্ফোরণ ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাচান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ
The post তেরখাদায় আ.লীগ নেতা গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.