শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। এর আগে শেষ হয়েছে ঢাকা ও সিলেট পর্বের খেলা। পুনরায় বিপিএলে ফিরবে ঢাকা। এখানেই শেষ হবে একাদশ আসরের।
বিপিএলের তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। তবে ১০টি করে ম্যাচ খেলেছে দুটি দল। তারা হলো- দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ৯টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র ৮টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল।
চট্টগ্রাম পর্ব প্রথমবারের মতো হারের স্বাদ পাওয়া রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। এরপরের দুটি স্থান চিটাগং ও খুলনার।
নুরুল হাসান সোহানের দল আসরের ৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল ৮ ম্যাচ থেকে ৬ জয় নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। টেবিলের তিনে অবস্থান চিটাগং কিংসের। তারা ৯ ম্যাচ থেকে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ সমান ৪ জয় ও ৫ পরাজয় নিয়ে ৮ পয়েন্ট ঝুলিতে পুরে চারে অবস্থান করছে খুলনা টাইগার্স। যারা চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে।
দশ ম্যাচ থেকে ৬ হার ও ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্টর নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে ২ জয় ও ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে।
আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় ও শেষ পর্ব। এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ মার্চ।
The post চট্টগ্রাম প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কোন দল কী অবস্থানে appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024