খুলনায় সন্ত্রাসীর গুলিতে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা ইকরাম হাওলাদার আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রূপসা উপজেলার ১ নং আইচগাতি ইউনিয়নের ঠান্ডার বাগান এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ইকরাম ঢাকায় একটি জুতার কোম্পানীতে কারিগর হিসেবে কাজ করেন। তিনি মঙ্গলবার ঢাকা থেকে খুলনায় আসেন। শুক্রবার সকালে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বাড়িতে তিনি অবস্থান করছিলেন। সাড়ে ৬ টার দিকে আনুমানিক ২০ জনের একটি সন্ত্রাসী দল বাড়িটি ঘিরে ফেলে। ঘরের দরজার কাছে গিয়ে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম পায়ে বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ইকরামের ছোট ভাই ইকবাল হাওলাদার খুলনা গেজেটকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার কিছুক্ষণ আগে বাড়ি থেকে তিনি বের হয়ে যান। বাড়ির বাইরে বা ঘরের সামনে কোন লাইট জ্বালানো ছিলনা। বড় ভাইয়ের স্ত্রী ফোন করে তার ওপর হামলার ঘটনাটি জানায়। পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।
খুলনা গেজেট/এএজে
The post রূপসায় প্রজন্মদল নেতা গুলিবিদ্ধ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.