প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১২:৫২ এ.এম
বদরগঞ্জে চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে রুমি বেগম (২৫) নামে এক গৃহবধু অটো চার্জারের চাকায় ওড়না পেঁচিয়ে মারা গেছে। গতকাল বৃহঃস্পতিবার (২৩জানুয়ারি) দুপুরে পৌরশহরের সিও অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউপির উত্তর বিষ্ণুপুর খয়েরপুকুর ডাঙ্গাপাড়া গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী রুমি বেগম তার শিশু কন্যা আছিয়া বেগকে নিয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আত্মীয়ের বাড়ি হতে অটো চার্জারে করে রংপুরে আসে।
পরে বদরগঞ্জ গামি অটোচার্জার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অটো চার্জারের চালক বদরগঞ্জে যাত্রি নামিয়ে দিয়ে সিও বাজার মোড়ে গিয়ে লক্ষ্য করেন যাত্রি রুমি বেগমের ওড়না অটোচার্জারের চাকায় পেঁচিয়ে গিয়ে গুরুতরভাবে অসুস্থ্য পড়েছে। পরে চালকসহ সামনের সারিতে বসা যাত্রি মিলে রুমি বেগমকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে শিশু আছিয়া বেগম সুস্থ্য রয়েছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালিদ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার পুর্বেই তার মৃত্যু হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান অটোচার্জারের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024